ফান্দে পড়িয়া বগা কান্দে রে
লিখেছেন লিখেছেন জহির উল হক ১৭ জুন, ২০১৩, ০৫:৪১:৩৭ বিকাল
এক লোক নদীর ধারে গ্রামে বাস করত । কিন্তু তার দুঃখ-দুর্দশা লেগেই থাকত । তার মন খুব খারাপ হয়ে থাকত । সে ভাবত, ''নদীর ঐ পাড়ে সর্ব সুখ আমার বিশ্বাস'' । তাই সে তার তল্পিতল্পা নিয়ে নদীর সেই পাড়ে স্থানান্তরিত হত । তারপর কিছুদিন সুখে থাকলেও তাকে আবারো দুঃখ-দুর্দশায় পড়তে হত । ইতিমধ্যে সে আবার স্থান পরিবর্তনের স্বপ্ন দেখা শুরু করত । পূর্বের দুঃখের কথা ভুলে গিয়ে আবারো নদীর এই পাড়ে ফিরে আসত । এইভাবে তার জীবনধারা চলত । যেন এইটা তার জন্য একটা নিয়তি হয়ে দাড়িয়েছে ।
এই লোকটির মত বাংলাদেশের মানুষ গুলো ফাঁদে আটকা পড়েছে ।এক সরকার যায় আর এক সরকার আসে । কিন্তু কোন সরকার স্থায়িত্ব লাভ করে না । কেন স্থায়িত্ব লাভ করবে ? কোন সরকার কি পেরেছে জনগণের মন রক্ষা করতে ? কিছু দিন বিজয়ে উল্লাস করে ; মানুষ গুলোকে শোষণ করে গদি ছাড়ে ।যেন এক গতানুগতিক দুষ্টচক্র বার বার আবর্তিত হচ্ছে ।যে কোন সরকারের জন্য পর পর নির্বাচিত হওয়া এখন চ্যালেন্জ্ঞ হয়ে দাড়িয়েছে ।প্রতি ৫ বছর পর পর নতুন একটা সরকার আসবে তা আমাদের নিশ্চিত জানা ।কিন্তু এর ফলেই দেশে উন্নয়নের ধারা বার বার ব্যাহত হয় ।সরকার পরিবর্তন দেশে ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রভাব বেশী পরিলক্ষিত হয় ।
ভাগ্যের নির্মম-সত্য দুঃখ হয়ে ঠেকে আছে ।ছোট্ট একদেশ ,তবু ক্ষমতায় যাওয়ার জন্য কী নোংরা লোভ লালসা । নির্বাচনে সময় আনন্দ উল্লাস দেখে মনে হয় যেন নির্বাচনটাই দেশের এক মাত্র সমস্যা ,সমাধান করা গেল । কিন্তু জনগণের মনের বামপাশে একটি অনিশ্চয়তার ভাবনা থেকেই যায় ।প্রার্থী গুলোর মনে কি থাকে সেই আশংকায় ।
কেমন জানি আমাদের কপালের লিখন হয়ে রয়েছে আর আমরা জেনে শুনে গর্তের মধ্যে পা দিয়ে বসে আছি ।
কি আছে এই দেশের ভবিষ্যতে ।তৃতীয় শক্তিও সৃষ্টি হতে চেয়েও হয় না ।হতেও দেয়া হয় না লুটেপুটে খাওয়ার জন্য ।এইভাবে কি চলতে থাকবে ? কোন উত্তর কি নাই ?
বিষয়: রাজনীতি
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন